২০ জানুয়ারি, ২০১৭ ১৭:১৪

মাত্র ১ টাকায় ভরপেট খাবার পাওয়া যায় এই ক্যান্টিনে

অনলাইন ডেস্ক

মাত্র ১ টাকায় ভরপেট খাবার পাওয়া যায় এই ক্যান্টিনে

ভারতের কর্ণাটকের হুবলিতে অবস্থিত ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান 'রোটি ঘর'। মাত্র এক টাকায় এখানে পাওয়া যায় রুটি, ডাল, সবজি, সালাদ, দই, মিষ্টি। স্থানীয় গরীব মানুষের কাছে তাই এটি বেশ জনপ্রিয়। কর্ণাটকের স্বেচ্ছাসেবী সংস্থা মহাবীর ইউথ ফাউন্ডেশনের উদ্যোগে গত ছয়-সাত বছর ধরে চলছে এই রোটি ঘর। খবর আনন্দবাজারের।

তামিলনাড়ুর পাঁচ বারের মুখ্যমন্ত্রী সদ্য প্রয়াত জয়রাম জয়ললিতা আম্মা ক্যান্টিন নামে এমনই একটি প্রকল্প চালু করেছিলেন। রাজ্যের গরীব মানুষের জন্য করা 'আম্মা ক্যান্টিন'এ মাত্র পাঁচ টাকায় পাওয়া যায় ভরপেট খাবার। 

কিন্তু তার চেয়েও সস্তায় কয়েক ধরে রোটি ঘর গরীব মানুষের জন্য ভরপেট মধ্যাহ্নভোজের ব্যবস্থা চালু রেখেছে। প্রতিদিনই হাজার হাজার সাধারণ, গরীব মানুষ তৃপ্তি করে পেট ভরে মধ্যাহ্নভোজ সারতে ভিড় জমান এখানে। মহাবীর ইউথ ফাউন্ডেশনের এই রোটি ঘরের জন্য অনেকেই নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে থাকেন। 

 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর