২০ জানুয়ারি, ২০১৭ ১৭:৪৮

বছরে ২ লাখ কুকুর হত্যা করে ইন্দোনেশিয়া

অনলাইন ডেস্ক

বছরে ২ লাখ কুকুর হত্যা করে ইন্দোনেশিয়া

বছরে দুই লাখের চেয়ে বেশি কুকুর হত্যা করা হয় ইন্দোনেশিয়ায়। কাজের খাতিরে ইন্দোনেশিয়ায় বিপুল সংখ্যক চীনা, কোরিয়ান নাগরিক থাকেন। তাদের মাংসের চাহিদা মেটানোর জন্যই এসব কুকুর হত্যা করা হয়। 

ইন্দোনেশিয়ায় কুকুরের মাংসের দামও বেশ চড়া। স্থান ভেদে প্রতি কেজি কুকুরের মাংস ১২০০-১৫০০ টাকায় বিক্রি হয়। 

চীনা, কোরিয়ান নাগরিক ইন্দোনেশিয়া থেকে কুকুর বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য জাকার্তাসহ ইন্দোনেশিয়ার অন্য বড় শহরের রাস্তায় পোষা কুকুর দেখা গেলেও নেড়ি-কুকুর বিরল। 

পশু অধিকার সংগঠনগুলোর দাবির মুখে সম্প্রতি ইন্দোনেশিয়ার সরকার কুকুর নিধন বন্ধ করার জন্য আইন প্রণয়ন করার কথা ভাবছে।

 

বিডি প্রতিদিন/২০ জানুয়ারি, ২০১৭/ফারজানা


 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর