২১ জানুয়ারি, ২০১৭ ১৩:২০

‘শিক্ষিত মেয়ে স্বেচ্ছায় সেক্স করে রেপ বলতে পারবেন না’

অনলাইন ডেস্ক

‘শিক্ষিত মেয়ে স্বেচ্ছায় সেক্স করে রেপ বলতে পারবেন না’

ভারতের বম্বে হাই কোর্ট

বিয়ের কথা দিয়ে সহবাস করার পর যদি প্রেমিকের সঙ্গে কোন কারণে বিচ্ছেদ হয়ে যায়, তাহলে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা যাবে না বলে রায় দিয়েছে ভারতের বম্বে হাই কোর্ট। 

বিচারক মৃদুলা ভাটকর জানিয়েছেন, কোন শিক্ষিত মেয়ে স্বেচ্ছায় তাঁর প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর যদি প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হয় তাহলে তিনি কোনভাবেই সেই সহবাসকে ধর্ষণ হয়েছে বলে দাবি করতে পারবেন না। বিয়ের আগে স্বেচ্ছায় যৌন সম্পর্কের দায়িত্ব থেকে তিনি মুখ ফেরাতে পারবেন না। প্রাক্তন প্রেমিকার অভিযোগে গ্রেফতার হওয়া ২১ বছরের এক যুবককে অগ্রিম জামিন মঞ্জুর করার সময়ে এই রায় দেন তিনি।

রায় ঘোষণার সময়ে বিচারক মৃদুলা ভাটকর বলেন, ‘আমাদের সমাজে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু এখনও বেশ কিছু সামাজিক নৈতিকতার পিছুটান থেকে গেছে। এখনও বিয়ের সময়ে মেয়েদের কুমারীত্ব গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হয়। কিন্তু আজকের প্রজন্ম বিয়ের আগেই ভালোবাসার মানুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। তারা যৌনতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। কিন্তু এখনও বিয়ের আগে সেক্সকে খোলা মনে সমাজ মেনে নিতে পারছে না। এই মনোভাবের ফলেই একজন মহিলা ভুলে যান, বিয়ের আগে প্রেমিকের সঙ্গে সহবাস করলে তার দায়িত্ব যেমন তার প্রেমিকের তেমনই তিনিও সেই দায়িত্ব অস্বীকার করতে পারেন না।’

প্রায়ই দেখা যায় সম্পর্ক ভেঙে গেলে মেয়েরা প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে। সেক্ষেত্রে আদালতকে বিশেষ সতর্ক থাকতে হবে। কোন রকম চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে স্পষ্টভাবে জানতে হবে ঠিক কোন পরিস্থিতিতে তারা শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন এবং কেনই বা বিচ্ছেদ হয়েছে। এই বিচ্ছেদের জন্য মেয়েটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আগের বেশ কিছু মামলার উদাহরণ দিয়ে এদিন বম্বে হাইকোর্ট রায় এ রায় দেওয়া হয়েছে। রায়ে বলা হয়েছে, একজন প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত মেয়ে যখন স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক স্থাপন করেন তখন ধরে নেওয়া হবে তিনি সব দিক বিবেচনা করেই এই পদক্ষেপ করেছেন।

সূত্র: এই সময়

  

বিডি প্রতিদিন/২১ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর