২১ জানুয়ারি, ২০১৭ ১৪:০৩

পাকিস্তানে সবজি বাজারে বিস্ফোরণ, নিহত ২০

অনলাইন ডেস্ক

পাকিস্তানে সবজি বাজারে বিস্ফোরণ, নিহত ২০

সংগৃহীত ছবি

পাকিস্তানের পরাচিনারের সবজি বাজারে একটি বোমা বিস্ফোরণের ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৯ জনেরও বেশি নাগরিক। খবর দ্য ডন এর। 

শনিবার সকালে আফগানিস্তান সীমান্ত লাগোয়ে পরাচিনারে সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ বাজারটির সবজি মণ্ডিতে একটি পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এ ঘটনায় আহতদের সেনা কপ্টারে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বোমা হামলার ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছে,  একটি রাস্তায় পুঁতে রাখা বোমার (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণ হয়।  এখনো পর্যন্ত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। 

শহীদ খান নামের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘বোমা বিস্ফোরণের সময় পাইকারি বিক্রেতারা বাজার থেকে ফল কেনাবেচা করছিল। বিস্ফোরণটি কী ধরনের ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে পরাচিনারের এক বাজারে বিস্ফোরণে নিহত হন ২৫ জন। সে ঘটনার দায় স্বীকার করে দক্ষিণ ওয়াজিরিস্তানের দুই জঙ্গি গোষ্ঠী। 

 

বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৩
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর