২১ জানুয়ারি, ২০১৭ ১৯:২১

প্রেসিডেন্ট নয়, সাধারণ নাগরিক হিসেবে ওবামার প্রথম টুইট

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট নয়, সাধারণ নাগরিক হিসেবে ওবামার প্রথম টুইট

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা পোটাস অ্যাকাউন্ট থেকে করা শেষ টুইট পোস্টটি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে রিটুইট করেছেন।

ওই টুইটার পোস্টে বারাক ওবামা লিখেছেন, "সবাই কেমন আছেন। এটি এখনও আছে? মিশেল ও আমি খুব শিগগিরই ছুটিতে যাচ্ছি, আর ছুটির পরে আমরা আমাদের কাজে ফিরে যাব।" 

এরপর তিনি আরেকটি টুইটে বলেন, "এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনের পরিকল্পনাগুলো শুনতে চাই। ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইট এ আমার সাথে আপনি আপনার ধারণা শেয়ার করুন।"  

অন্যদিকে সদ্য বিদায়ী ফার্স্টলেডি মিশেল ওবামাও তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইটে বলেন, "অসাধারণ আট বছর কাটানোর পর একটু বিরতি নিচ্ছি। তবে ফিরে আসছি আপনারদের মাঝে, সে সব কাজ করতে, যার কথা বলে আসছি।"


সূত্র: হাফিংটন পোস্ট
 

 

বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর