২২ জানুয়ারি, ২০১৭ ০০:৪৬

ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ওয়াশিংটনে ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

সদ্য ক্ষমতা গ্রহণকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারী অধিকার সংগঠনগুলো দেশটির ওয়াশিংটনে এক বিশাল বিক্ষোভ সমাবেশে জড়ো হতে শুরু করেছে। নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত 'পুরুষতান্ত্রিক আচরণের' প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ ডাকা হয়েছে। তাদের ধারণা, ট্রাম্প সরকারের সময় নারীদের অধিকার খর্ব হবার আশঙ্কা রয়েছে।

বিবিসি বলছে, নারী অধিকার কর্মীরা বাস ও ট্রেন ভর্তি করে ওয়াশিংটনে আসছেন। ধারণা করা হচ্ছে, সমাবেশে লোক সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যাবে।

এদিকে, ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম দিনে অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, নিউজিল্যান্ড এবং জাপানেও তার বিরোধীরা বিক্ষোভ করেছেন। এমনকি লন্ডনেও মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা। এরপর লন্ডনে ট্রাফালগার স্কোয়ারে একটি বিশাল সমাবেশ হয়- যেখানে লেবার নেতা ইভেট কুপার এবং লন্ডনের মেয়র সাদিক খানও অংশ নেন।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর