২২ জানুয়ারি, ২০১৭ ০৯:৪৪

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২, ‍আহত শতাধিক

অনলাইন ডেস্ক

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২, ‍আহত শতাধিক

সংগৃহীত ছবি

ভারতের অন্ধ্রপ্রদেশে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাড়িয়েছে। শনিবার রাতে রাজ্যের ভিজিয়ানগর এলাকায় জাগদলপুর-ভুবনেশ্বর এক্সপ্রেস নামে ২২ কোচের ট্রেনটি এ দুর্ঘটনার কবলে পড়ে। এসময় ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আনন্দবাজার পত্রিকার।

রেল সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, ওই এক্সপ্রেস ট্রেনটি জগদলপুর থেকে ভূবনেশ্বর যাচ্ছিল। পথে কুনেরুর কাছে রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, চারটি রিলিফ ভ্যান ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। প্রায় ১০০ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ট্রেনের মধ্যে অনেকের আটকে থাকার আশঙ্কা। তাঁদের বের করার চেষ্টা চলছে। রেলের শীর্ষকর্তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন।

 

বিডি প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৬/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর