শিরোনাম
২৩ জানুয়ারি, ২০১৭ ০০:৫৪

তামিলনাড়ুতে 'জাল্লিকাট্টু' উৎসবে ষাঁড়ের গুঁতায় নিহত ২, আহত ১২৯

অনলাইন ডেস্ক

তামিলনাড়ুতে 'জাল্লিকাট্টু' উৎসবে ষাঁড়ের গুঁতায় নিহত ২, আহত ১২৯

ভারতের তামিলনাড়ুতে তিন বছর পর ‘উৎসব’ শুরুর প্রথম দিনটিতেই লেগে থাকল বিষাদের সুর! নিষিদ্ধ থাকা ‘জাল্লিকাট্টু’ রবিবার থেকে ফের শুরু হতেই পুডুকোট্টাইয়ে ধেয়ে আসা খ্যাপা ষাঁড়ের গুঁতা ঠেকাতে গিয়ে প্রাণ হারালেন দু'জন। নিহতের নাম মোহন ও রাজা। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাদের মৃত্যু হয়। পুডুকোট্টাইয়ে 'ষাঁড়ের দৌড়' নতুন করে শুরু করাতে গিয়েছিলেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী সি বিজয়ভাস্কর। পুরো রাজ্যে ষাঁড়ের গুঁতায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১২৯ জন!

আর তিন বছর পর ‘জাল্লিকাট্টু’ শুরুর পথ খুলে দিয়ে রবিবার সেই উৎসবের উদ্বোধন করতে গিয়ে নিজেই পথ অবরোধের মুখে পড়লেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও পনীরসেলভাম। চেন্নাই থেকে প্রায় চারশ’ কিলোমিটার দূরে মাদুরাইয়ের আলাঙ্গানাল্লুরে। উৎসবে শামিল হলেও, আলাঙ্গানাল্লুরের মানুষই ‘ষাঁড়ের দৌড়ে’র খেলায় অংশ নিতে রাজি হলেন না। তাদের দাবি, ‘জাল্লিকাট্টু’ উৎসবে ষাঁড়ের দৌড়ের খেলাটা রাখা হবে কি না, সেটার আগে চূড়ান্ত নিষ্পত্তি হোক। সেই দাবিতে এ দিন আলাঙ্গানাল্লুরের বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করা হয়। মুখ্যমন্ত্রীকেও পড়তে হয় সেই অবরোধের মুখে। খেলার জন্য ষাঁড়গুলিকে যেখান থেকে বের করে আনা হয়, সেই ‘বড়ি ভাসাল’ এলাকাতেও দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ। সূত্র: আনন্দবাজার। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর