২৩ জানুয়ারি, ২০১৭ ০৫:৩৯

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওবামার কেক!

অনলাইন ডেস্ক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ওবামার কেক!

এবার কেকের নকশা চুরির অভিযোগ উঠল হোয়াইট হাউসের বিরুদ্ধে। শুক্রবার ওয়াশিংটন ক্যাপিটলে শপথগ্রহণের পর রাতে স্ত্রী মেলানিয়াকে নিয়ে শপথ অনুষ্ঠানের বলে হাজির হয়েছিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী ক্যারেন প্রিন্সের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও সেখানে ছিলেন। শপথ অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্ট তলোয়ার হাতে কেক কাটবেন এমনটাই নিয়ম। নিয়ম পালন করেন ট্রাম্প। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়তেই টনক নড়ে সকলের। কয়েক ফুট উচ্চতার কেকটির সঙ্গে ২০১৩ সালে বারাক ওবামার শপথগ্রহণ অনুষ্ঠানের কেকটির হুবহু মিল দেখতে পাওয়া যায়। ২০১৩ সালে ওই কেকটি তৈরি করেছিলেন ডাফ গোল্ডম্যান। তিনি টুইটারে দু'টি কেকের ছবি পাশাপাশি পোস্ট করতেই ধন্দ কেটে যায়। 

গোল্ডম্যান লেখেন, ‘‌‌৪ বছর আগে প্রেসিডেন্ট ওবামার জন্য এই কেকটি তৈরি করেছিলাম। কিন্তু আজকের কেকটি আমার তৈরি নয়।’‌ 

জানা যায়, গোল্ডম্যানের কেকের নকশা হবহু নকল করে নতুন প্রেসিডেন্টের জন্য কেকটি তৈরি করেছে ওয়াশিংটনের ‘‌বাটারক্রিম বেকশপ।’‌ তুমুল সমালোচনার মুখে পড়ে দোকানের মালিক টিফানি ম্যাকআইজ্যাক। তবে তিনি নিজের ঘাড়ে দায় নেননি। তার দাবি, ‘কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম। তখনই দোকানে শপথ অনুষ্ঠানের জন্য কেক তৈরির বরাত দিতে আসেন কিছু লোক। একটি ছবি দেখিয়ে বলেন হবহু ওইরকম দেখতে কেক তৈরি করতে বলেন। দোকানের কর্মীরা একটু বদল আনতে চেয়েছিল। কিন্তু সায় মেলেনি। একচুল এদিক ওদিক হওয়া চলবে না বলে নির্দেশ দেওয়া হয়।’‌ কে বা কারে কেক তৈরির কথা বলেছিল, তা নিশ্চিতভাবে জানাতে পারেননি টিফানি। সূত্র: আজকাল।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর