২৩ জানুয়ারি, ২০১৭ ১৩:০৮

চীনে সাড়া জাগিয়েছে দুই সন্তান নীতি

অনলাইন ডেস্ক

চীনে সাড়া জাগিয়েছে দুই সন্তান নীতি

ফাইল ছবি

দীর্ঘ সময় ধরে বহাল থাকা এক সন্তান নীতি থেকে গত বছর সরে আসে চীন। ওই সময় দেশটি দুই সন্তান নীতি গ্রহণের ঘোষণা দেয়। এরপরপর থেকেই দেশটির জনসংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। দুই সন্তান নীতি বাস্তবায়ন করার পর জন্ম হার বেড়ে দাঁড়িয়েছে ৭.৯ এ, যা গত ১৭ বছরের মধ্যে সর্বোচ্চ। 

দেশটির স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে সোমবার চায়না ডেইলি এ খবর প্রকাশ করেছে। গত বছর চীনে শিশুর জন্মসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮৬ মিলিয়নে। ২০১৫ সালের তুলনায় যা ১.৩১ মিলিয়ন বেশি। 

চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের বিভাগীয় পরিচালক ইয়াং ভেনজুয়াং বলেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন এমন দম্পতির হার দাঁড়িয়েছে ৪৫ ভাগে। ২০১৩ সালের চেয়ে যা ১৫ ভাগ বেশি। বড় বড় শহরগুলোতেই এ হার সর্বোচ্চ। 


বিডি প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর