২৪ জানুয়ারি, ২০১৭ ১৩:১৯

ফের ইরাকি সেনাদের দখলে পূর্ব মসুল

অনলাইন ডেস্ক

ফের ইরাকি সেনাদের দখলে পূর্ব মসুল

সম্প্রতি পূর্ব মসুল ফের দখলের দাবি করেছেন ইরাকি সেনারা। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে তারা পূর্ব মসুল দখলে নিতে সফল হয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানান। যৌথ অভিযান শুরুর ১০০ দিনের মধ্যে তারা অঞ্চলটি ফের দখলে নিয়েছেন বলে দাবি করছেন। দেশটির প্রধানমন্ত্রী হায়দার ‍আল আবাদীর সঙ্গে সাক্ষাতের পর পার্লামেন্টের ডেপুটি স্পিকার শেখ হুমাম হামুদি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল জানান,  আইএসের দখলে থাকা সর্বশেষ জেলা রাশিদিয়াতে সেনাবাহিনী প্রবেশ করে। ইরাকি সেনারা আইএস জঙ্গিদের নিশ্চিহ্ন করতে গত সোমবার পর্যন্ত উত্তর-পূর্বঞ্চলীয় জেলায় অভিযান চালিয়েছে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর