২৫ জানুয়ারি, ২০১৭ ০১:৫৮

এক-সন্তান নীতি শিথিল, চীনে জনসংখ্যার হার বৃদ্ধি

অনলাইন ডেস্ক

এক-সন্তান নীতি শিথিল, চীনে জনসংখ্যার হার বৃদ্ধি

চীনা সরকারের পক্ষ থেকে এক-সন্তান নীতি শিথিল করার পরই দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ৮ শতাংশ বেড়েছে৷ চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন জানিয়েছে, চীনে গত বছর ১৭.৮৬ মিলিয়ন সন্তান জন্মগ্রহণ করেছ যা, ২০১৫ সাল থেকে ১.৩১ মিলিয়ন বেশি৷ বেশিরভাগ ক্ষেত্রেই যেসব দম্পতির সন্তান রয়েছে, তারা আবারও সন্তান নিয়েছেন৷

চীনে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে ১৯৭৯ সাল থেকে এক সন্তান নীতি প্রণয়ন করা হয়৷ সেই সঙ্গে জরিমানা এবং রাষ্ট্র বাধ্যতামূলক গর্ভপাতের নিয়ম জারি করে৷ তবে এই নীতির ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চীনের কর্মক্ষেত্র৷ দেশটিতে পাওয়া যাচ্ছেনা যথেষ্ট সংখ্যক তরুণ শ্রমিক বা কর্মচারী৷

তবে ধীরে ধীরে গ্রামীণ এলাকায় এই এক সন্তান নীতিতে কিছু ছাড় দেওয়া হয়৷ বলা হয়, যে সব দম্পতির প্রথম সন্তান কন্যা হয়েছে, তারা দ্বিতীয় সন্তান নিতে পারেন৷

তবে চীনের জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানগত সমস্যাও ধীরে ধীরে দেখা দিতে শুরু করেছে৷ শুধু তাই নয়, গর্ভবতী নারীদের স্বাস্থ্যের ওপরও তার প্রভাব পড়ছে বলে জানা গেছে৷

 


বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৪

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর