২৫ জানুয়ারি, ২০১৭ ০৩:১৬

মোদীকে ট্রাম্পের ফোন

অনলাইন ডেস্ক

মোদীকে ট্রাম্পের ফোন

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্ধারিত সময়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের প্রেসিডেন্টের চেয়ারে বসার পর এই প্রথমবার ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

এর আগে ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটায় প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলবেন বলে জানিয়েছিলেন। ওয়াশিংটনের স্থানীয় সময় মঙ্গলবার দুপুর একটা মানে ভারতীয় সময় অনুসারে যা রাত সাড়ে ১১টা। এই বিষয়টি হোয়াইট হাউসের তরফ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। 

চলতি মাসের ২০ তারিখে ক্ষমতা গ্রহনের পর চার জন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী পঞ্চম রাষ্ট্রপ্রধান যার সঙ্গে কথা বললেন আমেরিকার এই ৪৫ তম প্রেসিডেন্ট।


বিডি-প্রতিদিন/ ২৫ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর