Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৫ অনলাইন ভার্সন
'এক চীন নীতি' নিয়ে ট্রাম্পের মত পরিবর্তন
অনলাইন ডেস্ক
'এক চীন নীতি' নিয়ে ট্রাম্পের মত পরিবর্তন

এক চীন নীতি নিয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমে তীব্র বিরোধিতা করলেও এক চীন নীতিতে সমর্থন জানিয়েছেন আমেরিকার নতুন এ প্রেসিডেন্ট।

 

বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে টেলিফোনে 'এক চীন নীতি'র প্রতি সমর্থন জানান ট্রাম্প।  

এর আগে চীনের এ নীতির ব্যাপারে প্রশ্ন তোলায় বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। বেইজিংকে শান্ত করতেই ট্রাম্প এ ফোন করেন বলে ধারণা করা হচ্ছে।  

ট্রাম্প টেলিফোনে 'এক চীন নীতি'র প্রতি নিজের সমর্থনের কথা জানান। প্রথমে বিরোধিতা করলেও ট্রাম্প এবার মেনে নিয়েছেন তাইওয়ান চীন থেকে বিচ্ছিন্ন কোনো দেশ নয়!

প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার আগে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছিলেন, এক চীন নীতি মানতে যুক্তরাষ্ট্র বাধ্য নয়। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তাকে ফোন করে অভিনন্দন জানান তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ওই ফোনালাপের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল বেইজিং।

 

বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow