Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:২৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৮
সাংবাদিকদের এবার অসৎ বললেন ট্রাম্প
অনলাইন ডেস্ক
সাংবাদিকদের এবার অসৎ বললেন ট্রাম্প
ফাইল ছবি

গণমাধ্যম ও সাংবাদিকদের বিরুদ্ধে এবার অসততার অভিযোগ আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে প্রায় ৭৭ মিনিট ধরে ট্রাম্প তার সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এ গিয়ে এ অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে ওয়াশিংটন, নিউইয়র্ক এবং লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ গণমাধ্যম সাধারণ মানুষের কথা বলে না। তারা সুবিধাভোগীদের পক্ষে কথা বলে। '

এরপরই সাংবাদিক সম্পর্কে ট্রাম্প বলেন, 'সাংবাদিকরা এতটাই অসৎ যে, আমরা যদি গণমাধ্যমের সঙ্গে কথা না বলি তাহলে তারা প্রমাণ করবেন আমরা জনগণের কোনো সেবাই করছি না। '

সংবাদমাধ্যমের অসততা 'নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে' উল্লেখ করে তিনি বলেন, 'টেলিভিশন ছাড়লে, সংবাদপত্র পড়লে মনে হবে সবকিছুতে বিশৃংখলা চলছে। '

ট্রাম্প প্রতিনিয়ত মূলধারার মার্কিন গণমাধ্যমগুলোর সমালোচনা করছেন। নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট ও সিএনএনের সাংবাদিকতার মান নিয়ে তিনি প্রশ্ন তুলছেন।

দায়িত্ব নেয়ার পরপরই সাংবাদিকতাকে তিনি 'চরম অসৎ শ্রেণী'র অন্তর্ভুক্ত পেশা বলে তোপ দাগেন।

তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান।

বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow