১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৪১

জঙ্গিদের দীক্ষাগুরু 'অন্ধ শেখ' আর নেই

অনলাইন ডেস্ক

জঙ্গিদের দীক্ষাগুরু 'অন্ধ শেখ' আর নেই

সংগৃহীত ছবি

মিসরীয় জঙ্গিদের একসময়কার দীক্ষাগুরু শেখ ওমর আব্দেল রাহমান (অন্ধ শেখ) যুক্তরাষ্ট্রের কারাগারে মারা গেছেন। আমেরিকার আদালতের রায়ে ওমর আমৃত্যু সে দেশে কারাবাসের দণ্ড ভোগ করছিলেন।

১৯৯৩ সালে নিউ ইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলায় উৎসাহ দিয়েছিলেন এই অন্ধ শেখ। ১৯৯৫ সালে জাতিসংঘ সদর দপ্তরসহ নিউ ইয়র্কের বেশ কয়েকটি স্থাপনা বোমা হামলা করে উড়িয়ে দেওয়ার পরিকল্পনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

৭৮ বছর বয়সে নর্থ ক্যারোলিনার অন্যতম সুরক্ষিত কারাগারে স্থানীয় সময় শনিবার ভোররাতে ওমরের মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস, হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ফেডারেল কারেকশন সেন্টারের মুখপাত্র কেনেথ মেকওয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অন্ধ শেখের মৃত্যু সংবাদ প্রকাশ করেছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার আগে ওমর যুক্তরাষ্ট্রে সবচেয়ে আলোচিত 'জঙ্গি ধর্মগুরু' হিসেবে পরিচিত ছিলেন। ওসামা বিন লাদেনের নাম প্রকাশ্যে আসার আগে আমেরিকায় জঙ্গিবাদবিরোধী আলোচনায় ওমরের নামই ঘুরে-ফিরে আসত।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর