Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:০৬ অনলাইন ভার্সন
আপডেট :
ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার
অনলাইন ডেস্ক
ট্রাম্পের নতুন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লে. জেনারেল এইচআর ম্যাকমাস্টারের নাম ঘোষণা করেছেন। সোমবার ট্রাম্প এ ঘোষণা দেন।

 

এর ফলে ম্যাকমাস্টার মিচেল ফ্লিনের স্থলাভিষিক্ত হলেন। খবর বিবিসি ও সিএনএনের।

ট্রাম্প তার ফ্লোরিডার বাসভবন মার-এ-লাগোতে দেয়া এ ঘোষণার সময় তার পাশেই ছিলেন ম্যাকমাস্টার। এসময় উপস্থিত ছিলেন ক্যালোগ। এর আগে ট্রাম্প নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগের জন্য অনেকের সাক্ষাৎকার নেন।

সেনাবাহিনীর ইন্টারগেশন সেন্টারের প্রধান ম্যাক মাস্টারের ইরাক, আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা রয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের দুর্নীতি অনুসন্ধানী এ কর্মকর্তার।

এর আগে এ পদে ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দের ছিলেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হার্ডওয়ার। তিনি ট্রাম্প প্রশাসনে কাজে অস্বীকৃতি জানানোর পর ম্যাকমাস্টারকেই বেছে নেয়া হল।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow