২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:২৩

অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে রাশিয়া

অনলাইন ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনে শীর্ষে রাশিয়া

ক্রুড অয়েল বা অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদনে বহুদিন ধরে শীর্ষস্থান দখলে রেখেছিল সৌদি আরব। এবার দেশটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেছে রাশিয়া। গত ডিসেম্বর মাসেই সৌদি আরবকে ছাড়িয়ে যায় রাশিয়া। 

সম্প্রতি পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে সৌদি আরবের দৈনিক অপরিশোধিত তেল উৎপাদন নভেম্বর মাসে ১০.৭২ মিলিয়ন ব্যারেল থাকলেও ডিসেম্বর মাসে তা কমিয়ে ১০.৪৬ মিলিয়ন ব্যারেলে আনা হয়। অন্যদিকে রাশিয়া ডিসেম্বর মাসে ১০.৪৯ মিলিয়ন ব্যারেল উৎপাদন করে। 

সৌদি আরব-রাশিয়া চাইলে তেলের উৎপাদন আরও বাড়াতে পারে। উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে দাম কমতে থাকায় উৎপাদকরা এর মূল্য কমিয়ে রাখার ব্যাপারে ঐকমত্যে পৌঁছান। এর আগে তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক এ সিদ্ধান্ত নেয়। রাশিয়া ওপেকের সদস্য নয়। তবে তারাও তেলের উৎপাদন কিছুটা কমিয়েছে। 

উৎপাদন কমানোর ঘোষণায় গত নভেম্বর মাসের পর থেকে এখন পর্যন্ত প্রায় ২০ শতাংশ বেড়েছে অপরিশোধিত তেল উৎপাদন। 
বিশ্বের তৃতীয় অপরিশোধিত তেল উৎপাদন কারী দেশ যুক্তরাষ্ট্র। তারা ডিসেম্বরে ৮.৮ মিলিয়ন ব্যারেল উৎপাদন করেছিল। তবে এর আগে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উৎপাদন ছিল ৮.৯ মিলিয়ন ব্যারেল।

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর