২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫৯

'সুন্নি নারীদেরও রেহাই দেয়নি আইএস জঙ্গিরা'

অনলাইন ডেস্ক

'সুন্নি নারীদেরও রেহাই দেয়নি আইএস জঙ্গিরা'

ইয়াজেদি ও সুন্নি আরবীয় নারীদের ওপর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা 
পাশবিক নির্যাতন চালায় বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। নারীদের ওপর যে ধর্ষণ ও নির্যাতন চালানো হয় তার বহু তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানায় সংস্থাটি। 

ইরাকের হাউইজাহ শহর থেকে পালিয়ে আশা আইএস জঙ্গিদের নির্যাতন, জোরপূর্বক বিয়ে, ধর্ষণের শিকার নারীদের কাছ থেকে এসব তথ্য সংগ্রহ করেছে এইচআরডব্লিউ। এখনও আইএসের দখলে রয়েছে হাউইজাহ শহরটি।

২৬ বছর বয়সী হানানের গল্প প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। হাউইজাহ থেকে তার স্বামী এরই মধ্যে পালিয়ে গেছেন। হানানও পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু ধরা পড়ে যান। 

আইএস জঙ্গিরা তাকে বলেন, তার স্বামী তাকে জঙ্গিদের কাছে ফেলে রেখে পালিয়ে গেছেন। এজন্য স্থানীয় আইএস জিহাদিদের এখন তার বিয়ে করা উচিত।

তবে এ প্রস্তাব অস্বীকার করেন হানান। ফলে তার চোখ বেঁধে প্লাস্টিকের তার দিয়ে তাকে পেটানো হয়। দীর্ঘক্ষণ ধরে তার হাতও বেঁধে রাখা হয়। এভাবে চলে তার ওপর অমানবিক নির্যাতন।

হানান এইচআরডব্লিউকে জানান, 'প্রতিদিন কয়েকজন জঙ্গি আমার সন্তানের সামনেই আমাকে ধর্ষণ করে।'

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর