২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৫৬
৯৩তম জন্মদিনে

অষ্টমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা মুগাবের

অনলাইন ডেস্ক

অষ্টমবারের মতো নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা মুগাবের

ফাইল ছবি

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ৯৩ তম জন্মদিনে ঘোষণা দিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করবেন। আফ্রিকায় সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট রবার্ট মুগাবে এই নিয়ে সপ্তমবারের মতো দেশ পরিচালনা করছেন।

নব্বই অতিবাহিত হওয়া এই বর্ষীয়ান নেতা সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশন জেডবিসিতে প্রচারিত বক্তব্যে তাঁর দলের কর্মীদের প্রসঙ্গে বলেন, আমার নেতাকর্মীরা চায় আমি নির্বাচনে দাঁড়াই। দেশটির জনগণের কথা উল্লেখ করে তিনি জানান, অধিকাংশ মানুষ মনে করে প্রেসিডেন্ট হিসেবে আমার বিকল্প নেই। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, আমেরিকার জনগণের উচিত তাকে সময় দেয়া।
 
জানা যায়, ১৯২৪ সালের ২১ ফেব্রুয়ারিতে রবার্ট মুগাবে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে জিম্বাবুয়ে ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে তিনি দেশটি শাসন করে আসছেন। তাঁর দীর্ঘ শাসনকালে জিম্বাবুয়ের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ে পড়েছে। ২০১৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুগাবের জয় নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছিল। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর