২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৮:১৩

লিবিয়ায় সমুদ্র তীরে ৮৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

লিবিয়ায় সমুদ্র তীরে ৮৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

লিবিয়ার জাবিয়া শহরের কাছে সমুদ্রের তীরে ভেসে এসেছে ৮৭ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ। যার মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। যারা হয়ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দেশ ইতালি যাওয়ার পথে নৌকাডুবির শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

সমুদ্র তীরের কাছেই একটি ছেঁড়া রাবারের নৌকা পাওয়া গেছে। এতে শঙ্কা বেড়েছে আরও মরদেহ থাকার। কারণ এ ধরনের প্রতিটি নৌকায় সাধারণত ১২০ জন করে মানুষ উঠতে পারেন।

ইতোমধ্যে মরদেহগুলো রাজধানী ত্রিপোলিতে নিয়ে যাওয়া হয়েছে।

গত ২০১৬ সালে এভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে নৌকা ডুবে কমপক্ষে পাঁচ হাজার অভিবাসীর মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর