২২ ফেব্রুয়ারি, ২০১৭ ০৯:২২

আমেরিকার ১১ ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি

অনলাইন ডেস্ক

আমেরিকার ১১ ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি

আমেরিকা যুক্তরাষ্ট্রের ১১টি ইহুদি কেন্দ্রে আবারও বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। সোমবার টেলিফোনে ওই হুমকি দেয়া হয়। এর আগে ৯, ১৮ ও ৩১ জানুয়ারি একই ধরনের হুমকি দেয়া হয়েছিল। 

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ও বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগ এর তদন্ত শুরু করেছে। পাশাপাশি ওই কেন্দ্রগুলো থেকে মানুষজনকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এ ধরনের হুমকি দিচ্ছে অজ্ঞাত ব্যক্তিরা। 

উত্তর আমেরিকার ইহুদি কমিউনিটি সেন্টার (জেসিসি) জানিয়েছে, সোমবার টেলিফোন থেকে ১১টি কেন্দ্রে আলাদাভাবে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের ২৭ রাজ্যের ৫৪টি কেন্দ্রে মোট ৬৯ বার হামলার হুমকি দেয়া হল।

এদিকে, মিসৌরির সেন্ট লুইসের একটি ইহুদি সমাধিক্ষেত্রে সম্প্রতি ১০০টির বেশি ফলক ভাংচুর করা হয়েছে। কে বা কারা এই ভাংচুর চালিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। 

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর