২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৮

কুপ্রস্তাব দিয়ে চড় খাওয়ার পর ভারতীয় এএসআই বরখাস্ত

অনলাইন ডেস্ক


কুপ্রস্তাব দিয়ে চড় খাওয়ার পর ভারতীয় এএসআই বরখাস্ত

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে সোমবার দুপুরে এক নারী সবজি বিক্রেতাকে অশ্লীল প্রস্তাব দেন গুজরাটের ওঢাভ থানার এএসআই অম্রুতজি খাটুজি। ওই নারী প্রতিবাদ করার পর পুলিশকর্মীকে ঘিরে ধরে জনতা। 

শুধু প্রতিবাদই নয়, পুলিশ কর্মীর পোশাক টেনে ধরে বেশ কয়েকবার এএসাইয়ের গালে চড় মারেন তিনি। গোটা ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলে ভাইরাল হয়ে যায়।

আহমেদাবাদে ঠক্করনগর বাজারে ঘটেছে এমন ঘটনা। গত সোমবার সকালে রাজেন্দ্র পার্ত মোড়ে ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন খাটুজি। কিন্তু ডিউটি চলাকালে স্থানীয় নিকোল এলাকায় এক স্থানীয় চোলাইয়ের ঠেকে বসে মদ্যপান করেন তিনি। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে বিকেলে খাটুজিকে গ্রেফতার করে পুলিশ। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে। 

যুগ্ম পুলিশ কমিশনার ডি বি বাঘেলা জানিয়েছেন, গুজরাটের সরকারি কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধি অনুসারে ঘটনার তদন্ত করা হবে। 

ওই বিধি অনুযায়ী, গুজরাটের ৫০ এবং ৫৫ বছর বয়সে সরকারি কর্মীদের আচরণ খতিয়ে দেখা হয়। আপত্তিকর কোনও প্রমাণ পেলে বিধি ভঙ্গকারী কর্মীকে তিন মাসের নোটিশ দিয়ে বরখাস্ত করা হয়।

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর