২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:১০

দক্ষিণ কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০!

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় নারীদের গড় আয়ু ৯০!

দক্ষিণ কোরিয়ায় গড় আয়ু ৮২.৩, নারীদের ৯০ বছরের কাছাকাছি। ২০৩০ সালের মধ্যে দেশটিতে নারীদের গড় আয়ু ৯০ বছর ছাড়িয়ে যাবে। ফলে নারীদের বয়স্ক ভাতা ও পেনশনের জন্য ভবিষ্যতে দেশটির সরকারকে আরও বড় বাজেট রাখতে হবে।

৩৫টি দেশের ওপর জরিপ চালিয়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা এমন দাবি করেছেন। 

অধ্যাপক মাজিদ এজ্জাতি বলেন, শিক্ষা ও পুষ্টির মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সাম্য এনে উল্লেখযোগ্য সফলতা পেয়েছে দক্ষিণ কোরিয়া। স্থূলতা ও উচ্চ রক্তচাপ থেকেও নিজেদের দূরে রাখতে সক্ষম হয়েছে তারা।
 
ওই গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, বিশ্বে গড় আয়ুতে সবচাইতে এগিয়ে থাকা জাপান শীঘ্রই নিজ অবস্থান হারাবে। দেশটিকে ছাড়িয়ে যাবে দক্ষিণ কোরিয়া ও ফ্রান্স। 

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর