২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১২

উত্তর কোরীয় কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

উত্তর কোরীয় কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করবে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা জিম জং-উনের সৎ ভাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় দেশটির তদন্ত কর্মকর্তারা পিয়ংইয়ং-এর কূটনীতিককে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছেন। আজ বুধবার জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বাকার এ কথা জানান।

পুলিশ ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ উত্তর কোরীয়কে আটক করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। 

পুলিশ জানায়, তারা আটকদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায়।

পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়া হচ্ছে তাদের মধ্যে একজন দূতাবাস কর্মী ও একজন উত্তর কোরিয়ান এয়ারলাইন্সের কর্মী রয়েছে।

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর