২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৮

বন্দুকধারীদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক

বন্দুকধারীদের গুলিতে তিন ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি

সন্ত্রাসবিরোধী অভিযান শেষে ব্যারাকে ফেরার সময় জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাদের একটি বহরে হামলা চালানো হয়েছে। এতে মোট চার জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন জনই সেনা সদস্য। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটেছে। শোপিয়ান জেলা থেকে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের ওই সেনারা মাতৃগ্রামে ফিরছিলেন। 

সাতটি গাড়ির ওই সেনা বহরে বন্দুকধারীরা ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। বহরের প্রথম দুইটি গাড়ি চলে যাওয়ার পর ওই হামলা চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালায় সেনারা। প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। 

ঘটনাস্থলেই এক সেনার মৃত্যু হয়। পরে আরও ‍দুইজন মারা যান। গোলাগুলির মধ্যে পড়ে জান বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। গোলাগুলিতে আরও চার সেনা সদস্য আহত হয়েছেন। 

 

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর