২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৩

ট্রাম্পের সঙ্গে পেরুর প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার

অনলাইন ডেস্ক

ট্রাম্পের সঙ্গে পেরুর প্রেসিডেন্টের সাক্ষাৎ শুক্রবার

পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কি শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার পেরুর সরকার এ তথ্য জানিয়েছে। 

প্রেসিডেন্টের প্রধান স্টাফ ফার্নান্দো জাভেলা জানান, এ সাক্ষাৎ হলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের স্বাগত জানানো ল্যাটিন আমেরিকান দেশের প্রথম নেতা হবেন প্রেসিডেন্ট কুজিনস্কি।

তিনি আরও জানান, রক্ষণশীল এ দুই নেতার দ্বি-পাক্ষিক সহযোগিতা এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

তবে হোয়াইট হাউজ এ সাক্ষাতের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর