শিরোনাম
২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০২

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিহত ৪৫

অনলাইন ডেস্ক

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় নিহত ৪৫

সিরিয়ার আল বাব শহরের পার্শ্ববর্তী একটি গ্রামে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক।

আল-জাজিরা জানায়, শুক্রবার বিপুল সংখ্যাক মানুষ ওই চেকপোস্টে জড়ো হলে আকস্মিকভাবে ওই আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা আল বাব থেকে আইএস জঙ্গিদের বিতাড়িত করে। উত্তর-পশ্চিম সিরিয়ায় আইএসের শেষ উল্লেখযোগ্য দুর্গ ছিল আল বাব। কয়েক সপ্তাহের তীব্র লড়াইয়ের পর পার্শ্ববর্তী ছোট শহর কাবাসিন ও আল বাজেহ থেকেও আইএস জঙ্গিদের হটিয়ে দেয় তুর্কি-সমর্থিত বিদ্রোহীরা।

দি মেডিকেল চ্যারিটি অ্যাম্বুল্যান্সায়ার স্যান্স ফরটিনাইয়ার জানায়, হামলায় ৪৫ জন নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৭০ জন।


বিডি-প্রতিদিন/২৪ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর