২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০৪:২৯

আত্মঘাতী গাড়ি বোমায় শিশু ও পঙ্গুদের ব্যবহার করছে আইএস

অনলাইন ডেস্ক

আত্মঘাতী গাড়ি বোমায় শিশু ও পঙ্গুদের ব্যবহার করছে আইএস

ফাইল ছবি

সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের আইএস এর এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে, যা চরম লজ্জিত করেছে মানবতাকে। গাড়িবোমায় জোর করে শিশু ও প্রতিবন্ধীদের ব্যাবহার করছে আইএস। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্টের এক সেনা কর্তা।

ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে আমেরিকার নেতৃত্বে লড়াই করছে আন্তর্জাতিক যৌথ বাহিনী। একের পর এক ঘাঁটি হারিয়ে কোনঠাসা ওই জঙ্গিগোষ্ঠী। তাই এবার ইরাকি সেনা ও যৌথবাহিনীকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা করছে জেহাদিরা। এবং জোর করে শিশু ও প্রতিবন্ধীদের বাধ্য করা হচ্ছে বিস্ফোরক বোঝাই গাড়িগুলি চালিয়ে আত্মঘাতী হামলা করতে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ম্যাট ইজলার জানিয়েছেন, গাড়িবোমাগুলিতে চেন দিয়ে বেধে দেওয়া হয় শিশু ও প্রতিবন্ধীদের। আত্মঘাতী হামলায় বাধ্য করা হয় তাদের। মূলত ইরাকের মসুল শহরেই এই পন্থা অবলম্বন করেছে আইএস জঙ্গিরা।

বিডি প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর