২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৫০

চীনে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৩

অনলাইন ডেস্ক

চীনে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৩

সংগৃহীত ছবি

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী নানচ্যাংয়ে একটি বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ডে তিনজনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন থেকে বেঁচে আসা এক নারী বলেন, হোটেলের দ্বিতীয় তলায় ১০ জন নির্মান শ্রমিক কাজ করছিলেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন হোটেলটিতে আটকা পড়েছে বলে আশংকা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে এইচএনএ প্লাটিনাম মিক্স হোটেলের বেশ কয়েকটি তলা থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসছে। হোটেলটির আশপাশে বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স রয়েছে।

অগ্নিকাণ্ডের সময় দ্বিতীয় তলা থেকে একজন পুরুষকর্মী জানালা ভেঙে নিচে লাফিয়ে পড়ে আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সর্বশেষ গণমাধ্যমের খবরে বলা হয়, আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং উদ্ধারকর্মীরা ভবনটিতে আটকে পড়াদের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে।

স্থানীয় সময় সকাল আটটার দিকে হোটেল ভনটির তৃতীয় তলায় প্রথম আগুনের ধোঁয়া দেখা যায়।

চীনা গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, হোটেলের ওপরে শুধুই আগুনের ফুলকি। ফায়ার সার্ভিসের গাড়ি এবং অ্যাম্বুলেন্স ঘিরে রেখেছে গোটা হোটেল চত্বর।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর