শিরোনাম
২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০৭

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

অনলাইন ডেস্ক

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

সংগৃহীত ছবি

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর হোমসে শনিবার সরকারি বাহিনী নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর দু’টি স্থাপনায় এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এই হামলায় দেশটির সামরিক গোয়েন্দা বাহিনীর আঞ্চলিক প্রধানসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ক’ডজন মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান টিভির।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত ৩২ জনের মধ্যে সামরিক গোয়েন্দা বাহিনীর আঞ্চলিক প্রধানও রয়েছেন। বাকিদেরও বেশিরভাগ সামরিক বাহিনীর কর্মকর্তা-কর্মচারী। এই হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট থেকে বেরিয়ে যাওয়া জাভাত আল-শাম। তারা জানায় এই হামলায় তাদের ৫ কর্মী অংশ নিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিরিয়ান টিভি জানায়, পাঁচ সন্ত্রাসী শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হামলা চালায়। তিন হামলাকারী শহরের ঘোটা এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় এবং অপর তিন হামলাকারী মাহাত্তা এলাকার একটি স্থাপনায় ঢুকে পড়ে এ আক্রমণ চালায়।

 

বিডি-প্রতিদিন/ ২৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর