২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৩০

আইএস-এ যোগ দেওয়া ভারতের যুবক, ড্রোন হামলায় নিহত

অনলাইন ডেস্ক

আইএস-এ যোগ দেওয়া ভারতের যুবক, ড্রোন হামলায় নিহত

ফাইল ছবি

ভারতের কেরালা থেকে নিখোঁজ হয়ে আইএস-এ যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল যে ২১ যুবকের বিরুদ্ধে, তাদের এক জন আফগানিস্তানে ড্রোন হানায় নিহত হয়েছেন। তার পরিজনরাই সংবাদমাধ্যমকে এ খবর জানিয়েছেন। শনিবার এই ড্রোন হামলা হয়েছে বলে খবর। হাফিজুদ্দিন নামে যে যুবকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে, তার সঙ্গেই নিখোঁজ হওয়া আশফাক নামে আর এক যুবক হাফিজুদ্দিনের পরিবারকে এই খবর জানিয়েছে।

ভারতের কেরালা থেকে ২১ জন যুবক ও কিশোরের নিখোঁজ হওয়ার খবর ২০১৬ সালে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছিল পুরো ভারতে। দেশটির কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়ন নিজেই বিধানসভায় জানিয়েছিলেন, কাসারগোড থেকে ১৭ জন এবং পালাক্কাড় থেকে ৪ জন পলাতক। তারা আফগানিস্তানে গিয়ে আইএস-এ যোগ দিয়েছে বলে খবর রয়েছে। এই ২১ জনের মধ্যেই হাফিজুদ্দিন ছিল। ছিল আশফাকও। আজ রবিবার আশফাক সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে হাফিজুদ্দিনের আত্মীয় বিসিএ রহমানকে জানিয়েছে, শনিবার এক ড্রোন হানায় হাফিজুদ্দিনের মৃত্যু হয়েছে। তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলেও আশফাক জানিয়েছে। এই খবর পেয়ে রহমান জানতে চেয়েছিলেন, ড্রোন হামলায় আর কারও মৃত্যু হয়েছে কি না। জবাবে আশফাক লিখেছে, ‘‘আমরা নিজেদের পালা আসার অপেক্ষায় রয়েছি। বিসিএ রহমান এই খবর এবং সোশ্যাল মিডিয়া অ্যাপের এই কথোপকথন সম্পর্কে স্থানীয় পুলিশকে তৎক্ষণাৎ জানান। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সূত্র: আনন্দবাজার।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর