২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০৩:৫১

জনগণকে গাছ লাগানোর পরামর্শ তালেবান নেতার!

অনলাইন ডেস্ক

জনগণকে গাছ লাগানোর পরামর্শ তালেবান নেতার!

ফাইল ছবি

বেশি করে গাছ লাগানোর জন্য আফগান জনগণকে পরামর্শ দিয়েছেন আফগান তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা।  এক বিবৃতিতে আখুনজাদা আফগান জনগণ এবং তালেবান যোদ্ধাদের অন্তত একটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘পৃথিবীর সৌন্দর্যের স্বার্থে এবং মহান আল্লাহর সৃষ্টির খেদমতে এক বা একাধিক ফলের বা যে কোনো গাছ লাগান।’ 

পরিবেশ রক্ষায় তালেবানের কাছ থেকে এ ধরণের বিবৃতি বিরল। এখন পর্যন্ত একমাত্র যে কৃষিকাজের সাথে তালেবানের সংশ্লিষ্টতার কথা শোনা যায় তা হলো অবৈধ আফিম চাষ। তবে মি আখুনজাদা, যিনি গত বছর মে মাসে তালেবানের নেতৃত্ব নিয়েছেন, তিনি সামরিক নেতার চাইতে ধর্মীয় নেতা হিসাবেই বেশি পরিচিতি। তালেবানের এই হঠাৎ বৃক্ষ-প্রেম নিয়ে বিরূপ মন্তব্য করেছে আফগান সরকার। 
প্রেসিডেন্ট আশরাফ গানির মুখপাত্র শাহ হোসেন মোতোয়াজি বলেছেন জনগণকে ধোঁকা দিতে তালেবানের এই বিবৃতি। তিনি বলেন, তালেবান তাদের ‘অপরাধ ও ধ্বংসযজ্ঞ’ থেকে মানুষের দৃষ্টি সরাতে চাইছে।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর