২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:০৫

'ভারতকে আইএস'র টার্গেট হতে দেব না'

দীপক দেবনাথ, কলকাতা:

'ভারতকে আইএস'র টার্গেট হতে দেব না'

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ভারতকে কিছুতেই আইএস জঙ্গি গোষ্ঠীর নিশানা হতে দেবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

ভারতের গুজরাট থেকে আইএস জঙ্গি সন্দেহে দুই যুবককে আটকের পরই এমন বার্তা দিলেন রাজনাথ।

সোমবার দিল্লিতে এক সংবাদ সম্মেলন থেকে সেই প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতকে কখনই আইএস জঙ্গিদের নিশানা হতে দেব না। এটিএস’এর প্রশংসা করে তিনি বলেন এটিএস অত্যন্ত প্রশংসনীয় কাজ করেছে। আইএস যাতে কোনওভাবেই গুজরাটে জাল বিস্তার করতে না পারে, সে জন্য পুলিশকেও সতর্ক করা হয়েছে।

আগামী কয়েকদিনের মধ্যেই গুজরাটের ধর্মীয় স্থানগুলিতে সিরিয়াল বোমা বিস্ফোরণ করার পরিকল্পনা ছিল সম্পর্কে দুই ভাই ওয়াসিম রামোদিয়া ও নাদিম রামোদিয়া’র। কিন্তু তার আগেই তাদেরকে আটক করে গুজরাট পুলিশের সন্ত্রাস বিরোধী শাখা (এটিএস)।

এটিএস’এর ডিএসপি কে.কে.প্যাটেল জানান ‘নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই দুই যুবককে আটক করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা ছিল এই দুইজনের। আটক যুবকদের কাছ থেকে দেশীয় বোমা, গান পাউডার, ব্যাটারি, মোবাইল, মাস্ক, কম্পিউটার ও বেশ কিছু জিহাদী নথিও উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর