শিরোনাম
২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:১৭

ফের বিতর্কে জড়ালেন শেহবাগ

অনলাইন ডেস্ক

ফের বিতর্কে জড়ালেন শেহবাগ

সংগৃহীত ছবি

বীরেন্দ্র শেহবাগের নানা বিষয়ে বুদ্ধিদীপ্ত মন্তব্য প্রশংসিত হয়েছে। কিন্তু মাঝে মাঝে বিতর্কও ডেকে আনেন ভারতের এই সাবেক ওপেনার। কার্গিল যুদ্ধে ভারতীয় সেনা শহিদের মেয়ে গুরমেহের কাউরকে কটাক্ষ করে তার টুইট নিয়ে নানা মহলে চলছে সমালোচনার ঝড়। 

সম্প্রতি গুরমেহের পোস্টার হাতে ছবি পোস্ট করেন পাকিস্তান আমার বাবাকে মারেনি। যুদ্ধ আমার বাবাকে মেরেছে। এই মন্তব্যের পক্ষে–‌বিপক্ষে নানা মন্তব্য ভেসে আসে। সেখানে সামিল হয়ে গিয়েছেন শেহবাগও। 
বীরেন্দ্র শেহবাগ পোস্ট করলেন, ‘‌আমি দুটো ট্রিপল সেঞ্চুরি করিনি, করেছে আমার ব্যাট।’‌‌ শুধু মন্তব্য নয়, গুরমেহেরের কায়দায় পোস্টার হাতে ছবি তুলেছেন। সেই ছবি পোস্ট করেছেন নিজের টুইট অ্যাকাউন্ট থেকে। বুঝতে অসুবিধে হচ্ছে না যে, তিনি এখানে  গুরমেহেরকেই কটাক্ষ করতে চেয়েছেন। 

গুরমেহের পোস্ট দেওয়ার পর তাকে ধর্ষণের হুমকি পর্যন্ত আসে। এই অবস্থায় সেই মেয়েটির পাশে না থেকে মেয়েটিকেই কটাক্ষ করাতে হতাশ হয়েছেন শেহবাগের অনুরাগীরাও।

বিডি-প্রতিদিন/ ২৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর