২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:২১

জিনস-টিশার্টের মেয়েরা ছেলেদের জন্য ক্ষতিকর, মন্তব্য ধর্মগুরুর

অনলাইন ডেস্ক

জিনস-টিশার্টের মেয়েরা ছেলেদের জন্য ক্ষতিকর, মন্তব্য ধর্মগুরুর

নারীদের কোনটা পরা উচিত আর কোনটা উচিত নয়, তা নিয়ে এবার পরামর্শ আরেক তথাকথিত ধর্মগুরু ভারতের কেরালার একটি চার্চের পাদরি। তিনি বলেছেন, 'যে সব মেয়েরা জিনস, টি-শার্ট বা শার্ট পরেন, তাদের সমুদ্রে ডুবিয়ে মেরে ফেলা দরকার।'

সম্প্রতি কেরালার টিভি চ্যানেল Shalom TV-তে দেখা যায়, ওই পাদরি বলছেন, 'যে সব মেয়েরা পুরুষদের পোশাক পরে, তাদের পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত। আমি যখন কোনও গির্জায় প্রার্থনা সভায় যাই, আমার সামনে মহিলাদের দেখে মনে হয় এখনই বেরিয়ে যাই। আমার মনে হয়, তার চেয়ে ওদেরকেই গির্জা থেকে লাথি মেরে তাড়ানো দরকার।'

ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে আরও দেখা যায়, কটুক্তি শেষ হচ্ছে না ওই পাদরির। তিনি বলছেন, 'জিনস, টি-শার্ট, হাতে মোবাইল- মেয়েগুলো চার্চে আসে। আমি বুঝি না কেন এরা চার্চে আসে! ক্যাথলিক চার্চ কি মেয়েদের পুরুষদের পোশাক পরার অনুমতি দেয়? চার্চ ছাড়ুন। বাইবেল অনুমতি দেয়? মহিলাদের উচিত নয় পুরুষদের পোশাক পরা। ওই পোশাক আমাদের উত্তেজিত করে, পাপের দিকে নিয়ে যায়। বাইবেল বলছে, যারা তোমায় পাপের দিকে ঠেলবে, তাদের পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে ডুবিয়ে দাও। তাই মহিলারাও যদি এটা করে, তাদেরকেও সমুদ্রে ডুবিয়ে দেওয়া উচিত।'

সূত্র : এই সময়

বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর