২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৭

সামরিক বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি ট্রাম্পের

অনলাইন ডেস্ক

সামরিক বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি ট্রাম্পের

ফাইল ছবি

মার্কিন সামরিক বাজেট বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের কর্মকর্তারা বলছেন, ট্রাম্প মার্কিন সামরিক সংস্থা, পেন্টাগনের বাজেট ৫ হাজার চারশ কোটি ডলার বাড়াতে চাইছেন। যা পূর্ববর্তী বছরের তুলনায় ১০ শতাংশ বেশি। খবর বিবিসির।

অন্যান্য বেশ কিছু খাত থেকে অর্থ ছাটাই করে সামরিক খাতে এই অর্থ ব্যয় করা হবে। যেসব খাত থেকে বাজেট ছাটাই করে সামরিক খাতে দেয়া হবে তার মধ্যে বৈদেশিক সাহায্য এবং পরিবেশ রক্ষাও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার এই পরিকল্পনা নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলেছেন। আগামী মে মাসে এই পরিকল্পনা কংগ্রেসের সামনে তুলে ধরা হবে।

হোয়াইট হাউজে বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের সঙ্গে এক বৈঠকে দেয়া বক্তব্যে ট্রাম্প জানান, সামরিক খাতে এই বর্ধিত বাজেটটির মাধ্যমে তিনি পুরো বিশ্বকে একটি বার্তা দিতে চান।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় সামাজিক কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রেখে সামরিক ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।  

বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর