Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:১২
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ২৩:১৩

ওবামাকে দুষছেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ওবামাকে দুষছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ আর হোয়াইট হাউস থেকে নানা তথ্য ফাঁস হওয়ার পেছনে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাকে দায়ি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এমনই অভিযোগ করেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, "আমার তো মনে হয় এ সবের পেছনে আছেন বারাক ওবামা, কারণ তার লোকজনই নিশ্চিতভাবে এসবের পেছনে রয়েছে।" তিনি আরও বলেন, আমার এটাও মনে হয় এসব কেবলই রাজনীতি।

এই দাবির পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য কোন প্রমাণ হাজির করেননি। সাবেক প্রেসিডেন্ট ওবামা এ নিয়ে এখনো কোন মন্তব্য করেননি।

এই সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর বাজেট কাট-ছাঁট এবং আরও অনেক বিষয়ে কথা বলেন।


বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব


আপনার মন্তব্য