Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১ মার্চ, ২০১৭ ০৫:৪৮
আপডেট : ১ মার্চ, ২০১৭ ০৯:০০

ফের বিতর্কে জড়ালেন ট্রাম্প উপদেষ্টা কনওয়ে

অনলাইন ডেস্ক

ফের বিতর্কে জড়ালেন ট্রাম্প উপদেষ্টা কনওয়ে
সোফায় পা মুড়ে বসে কনওয়ে। (ছবিঃ সংগৃহীত)

ফের বিতর্কে জড়ালেন কেলেনি কনওয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উপদেষ্টার একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সংবাদসংস্থা এএফপি–র এক চিত্রগ্রাহক ওই ছবিটা তোলেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে, জুতো পরেই হোয়াইট হাউসের ঐতিহ্যমণ্ডিত ওভাল অফিসে একটি সোফার ওপরে পা মুড়ে বসে আছেন কনওয়ে। পাশেই ট্রাম্পকে দেখা যাচ্ছে আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে। 

এ ঘটনার পর কনওয়ে শিষ্টাচার বিরোধী কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। বিতর্ক আরও নতুন মাত্রা পেয়েছে, কারণ ছবিতে ট্রাম্পকে যাদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে, তারা কেউই শ্বেতাঙ্গ নন। সবাই কৃষ্ণাঙ্গ। আর কৃষ্ণাঙ্গদের অপমান করার জন্যই কনওয়ে এমন কাজ করেছেন বলেও দাবি করছেন কেউ কেউ। 

অনেকেই বলছেন, এমন অসভ্যতার ছবি বারাক ওবামার সময়ে দেখা যেত না। কয়েকদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন কনওয়ে। ট্রাম্প কন্যা ইভাঙ্কার ব্যবসার সমর্থনে হোয়াইট হাউসের সরকারি টুইটারে অ্যাকাউন্ট থেকে টুইট করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের টুইটকে সমর্থন করে বিতর্ক বাড়ান কনওয়ে।‌‌


 

 

বিডি-প্রতিদিন/ ১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯


আপনার মন্তব্য