১ মার্চ, ২০১৭ ০৮:৩৬

সিরিয়ায় অবরোধ প্রশ্নে রাশিয়া, চীনের ভেটো

অনলাইন ডেস্ক

সিরিয়ায় অবরোধ প্রশ্নে রাশিয়া, চীনের ভেটো

সিরিয়ার সরকারের বিরুদ্ধে দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ক্লোরিন গ্যাস হামলা চালানোর অভিযোগ।

বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক অস্ত্র হামলা চালানোর অভিযোগে সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের উপর নতুন করে অবরোধ আরোপের সিদ্ধান্তে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অন্যরা এই অভিযোগের শাস্তি হিসেবে নিরাপত্তা পরিষদে অবরোধের প্রস্তাব তুলেছিল।

সিরিয়া সরকারের ওপর জাতিসংঘের অবরোধের প্রশ্নে এ নিয়ে সাতবার ভেটো দিয়েছে রাশিয়া। আর চীন ভেটো দিয়েছে ছয়বার।

সিরিয়ার সরকারের বিরুদ্ধে অভিযোগ ২০১৪ ও ১৫ সালে দুবার দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় তারা ক্লোরিন গ্যাস হামলা চালিয়েছে। তবে বরাবরই আসাদ সরকার তা অস্বীকার করে আসছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, এখন এমন অবোরোধ আরোপ করা হলে জেনেভাতে চলমান শান্তি আলোচনা হুমকির মুখে পড়বে। তাই সিরিয়ার ওপরে নতুন করে যেকোনো অবরোধের চেষ্টার বিরোধিতা করবে রাশিয়া।

জাতিসংঘে চীনের প্রতিনিধি লিউ জিয়েই বলছেন, সিরিয়ার সরকারের ওপর অবরোধের সময় এখন নয়। সিরিয়ার সরকার আদৌ রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে কিনা সেটির ব্যাপারে তদন্ত চলছে। এ ব্যাপারে এখনো প্রমাণ মেলেনি। তাই এ বিষয়ে অবরোধের দিকে এগুনো এখনি ঠিক হবে না।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর