১ মার্চ, ২০১৭ ১১:০৬

অভিবাসন ইস্যুতে ফের কঠোর অবস্থানে ট্রাম্প

অনলাইন ডেস্ক

অভিবাসন ইস্যুতে ফের কঠোর অবস্থানে ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনের আগে থেকেই অভিবাসন ইস্যুতে আলোচনা-সমালোচনার শীর্ষে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও তার ব্যতিক্রম ঘটেনি। বিভিন্ন সময় তাঁর বক্তব্যে বারবারই উঠে এসেছে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের কথা। আর তারই ধারাবাহিকতায় এবার কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতাতেও অভিবাসন ইস্যুতে ফের কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেন, আমরা অবশ্যই আমেরিকান কোম্পানি ও শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করবো। ঐতিহাসিক ট্যাক্স সংস্কারে তার টিম কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, কোম্পানিগুলোর ওপর থেকে আমরা ট্যাক্সের হার কমাবো, যাতে তারা এবং যে কেউ যেখানে ইচ্ছে সেখানে কাজ করে উন্নতি লাভ করতে পারে।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপত্তা ও কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করার মধ্যদিয়ে বাস্তব ও ইতিবাচক অভিবসান নীতি পুনর্গঠন করা সম্ভব বলেও মন্তব্য করেন ট্রাম্প। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর