Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ১৬ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ১৩:০৪ অনলাইন ভার্সন
আপডেট :
সেনেগালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮
অনলাইন ডেস্ক
সেনেগালে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৮
সংগৃহীত ছবি

সেনেগালের উত্তরাঞ্চলে তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম সোমবার এ কথা জানায়।

দেশটির সেন্ট লুইস শহরের কাছের মহাসড়কে রোববার রাতে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময়ে বাসের সামনের চাকা বিস্ফোরিত হয় এবং বাসটি ট্রাকের ভেতর ঢুকে পড়ে এবং এতে আগুন ধরে যায়।  

রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস এবং সেনেগালের সরকারি বার্তা সংস্থা এপিএস জানায়, ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারায়। এতে আহত ৮ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার এদের মধ্যে ৩ জন মারা যায়।  

গত শুক্রবার দেশটির কাওলাক অঞ্চলে একটি বাস ও মিনিবাসের মধ্যে সংঘর্ষে ১২ জন নিহত হয়েছিল।

বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow