Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৮ মার্চ, ২০১৭ ১২:৪৪

যুক্তরাষ্ট্রে বাসে ট্রেনের ধাক্কা, অন্তত ৪

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রে বাসে ট্রেনের ধাক্কা, অন্তত ৪
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য মিসিসিপিতে মঙ্গলবার একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে ভাড়া করা বাসে ধাক্কা দিলে অন্তত চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানায়।

পুলিশ প্রধান জন মিলার বলেন, স্থানীয় সময় দুপুর দুইটার কিছু পর বিলোক্সি নগরীর একটি রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক সংবাদ সম্মেলনে মিলার বলেন, ‘বর্তমানে সেখানে ভয়াবহ বিশৃঙ্খলা বিরাজ করছে। তবে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

তিনি আরও বলেন, বাসটি সম্ভবত অস্টিন ও টেক্সাস হয়ে বিলোক্সি যাচ্ছিল।

দমকল বিভাগের প্রধান জো বনেই স্থানীয় সান হেরাল্ড পত্রিকাকে বলেন, ঘটনাস্থলেই তিনজন ও পরে একজন মারা যান। পত্রিকাটি আরও জানায়, বাসে ৪৩ আরোহী ছিল। এদের মধ্যে ৩৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ক্রেইগ রবিনসন বলেন, দুর্ঘটনার প্রায় পাঁচ মিনিট আগে বাসটি সম্ভবত রেললাইনে আটকে যায়।

বিডি প্রতিদিন/৮ মার্চ ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য