Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ মার্চ, ২০১৭ ১৪:২১

মিশরে বোমা বিস্ফোরণে সেনা কর্মকর্তা নিহত

অনলাইন ডেস্ক

মিশরে বোমা বিস্ফোরণে সেনা কর্মকর্তা নিহত

মিশরের গোলযোগপূর্ণ উত্তর সিনাইয়ের আল-আরিশ নগরীতে এক বোমা হামলায় দেশটির এক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

বুধবার রাতে আল-আরিশ নগরীর অ্যাসিউত সড়কে নিরাপত্তা বাহিনীর একটি টহল দলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। খবর বার্তা সংস্থা পিটিআই’র।

কর্নেল ইয়াসের এল-হাদিদি বিস্ফোরণে নিহত হন। এছাড়াও এতে এক সৈনিক ও এক বেসামরিক লোক আহত হয়েছে।

মন্ত্রণালয় বিবৃতিতে আরও জানায়, ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে হামলাকারীদের সন্ধানে ব্যাপক তল্লাশি চালায়।

২০১১ সালের জানুয়ারি মাসে এক অভ্যুত্থানে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে দেশটির উত্তর সিনাই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

২০১৩ সালে মিশরের সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উৎখাতের পর থেকে পুলিশ ও সেনা সদস্যদের লক্ষ্য করে হামলার ঘটনা বাড়ছে।

বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম


আপনার মন্তব্য