Bangladesh Pratidin

প্রকাশ : ১৪ মার্চ, ২০১৭ ১৪:৩৮ অনলাইন ভার্সন
কলম্বিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ আদালত হচ্ছে
অনলাইন ডেস্ক
কলম্বিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারে বিশেষ আদালত হচ্ছে

কলম্বিয়ায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে দেশটির সিনেট সোমবার রাতে সাংবিধানিক সংস্কারের বিষয় অনুমোদন দিয়েছে। দেশটিতে পাঁচ দশকের যুদ্ধ অবসানে ফার্ক বিদ্রোহীদের সাথে করা ঐতিহাসিক শান্তি চুক্তির এটি একটি গুরুত্বপূর্ণ অংশ।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান ফার্নান্দো ক্রিস্টো টুইটারে এ ঘোষণা দেন। সাংবিধানিক সংস্কারের বিষয়ে ভোটাভুটির সময় তিনি সিনেটে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস তার দেশের ৫৩ বছরের সংঘাত অবসানে প্রচেষ্টা চালানোর জন্য গত অক্টোবর মাসে নোবেল শান্তি পুরস্কার পান।

বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow