২২ মার্চ, ২০১৭ ১৪:২৪

হোয়াইট হাউজে অফিস পাচ্ছেন ট্রাম্প কন্যা ইভাংকা

অনলাইন ডেস্ক

হোয়াইট হাউজে অফিস পাচ্ছেন ট্রাম্প কন্যা ইভাংকা

সংগৃহীত ছবি

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সফরের সময় দ্বিপক্ষীয় বৈঠকে প্রটোকল ভেঙে আগেই উপস্থিত হয়েছিলেন ট্রাম্প কন্যা। নেই কোনো রাষ্ট্রীয় পদেও। তবে এবার কোনো পদে না থেকেও হোয়াইট হাউজে কার্যালয় পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কন্যা ইভাংকা ট্রাম্প। তথ্যটি নিশ্চিত করেছে খোদ হোয়াইট হাউজ কর্তৃপক্ষ।

জানা গেছে, হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ে ইভাংকার জন্য আলাদা একটি অফিস খোলা হচ্ছে। এমনকি তিনি প্রশাসনিক গোপন তথ্যাবলি ব্যবহারেরও সুযোগ পাবেন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। শিগগিরই নতুন অফিসে কাজ শুরু করবেন তিনি।

ইভাংকার আইনজীবী জ্যামি গোরেলিক বলেন, ‘এখানে তিনি সব রকমের আইন ও সরকারি কর্মীদের জন্য প্রণীত নীতিমালা মেনে চলবেন।’

গত জানুয়ারিতে ট্রাম্পের শপথের আগে থেকেই আলোচনার কেন্দ্রে ইভাংকা। তিনি মার্কিন প্রশাসনে কোনো সরকারি পদে নেই। স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করেন। তবে সে সময় থেকেই ফার্স্ট ডটার নির্ধারিত কাজের পাশাপাশি প্রশাসনিক কাজে তার প্রভাব বিস্তারের সম্ভাবনার কথা জোরেশোরেই শোনা যায়। প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচিতে ইভাংকার উপস্থিতিও দেখা গেছে।

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর