২২ মার্চ, ২০১৭ ২০:৫১

উত্তরপ্রদেশে মুসলিমদের মাংসের দোকানে আগুন

অনলাইন ডেস্ক

উত্তরপ্রদেশে মুসলিমদের মাংসের দোকানে আগুন

প্রতীকী ছবি

ভারতে উত্তরপ্রদেশের হাতরাস শহরে মুসলিম মালিকানাধীন তিনটি মাংসের দোকান আগুন লাগানোর অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে একদল উত্তেজিত জনতা ওই দোকানগুলো পুড়িয়ে ছাই করে দেয় বলে স্থানীয়রা অনেকে অভিযোগ করেছেন, যদিও পুলিশ সেই বক্তব্য নিশ্চিত করেনি।  বিতর্কিত বিজেপি নেতা ও গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন তিনেকের মধ্যেই এই মুসলিমদের মাংসের দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটল। খবর বিবিসির।

হাতরাস জেলার পুলিশ সুপার দিলীপ কুমার অবশ্য জানিয়েছেন, "দোকানগুলোতে অনেক রাতে আগুন ধরেছে। ফলে ঘটনার কোন প্রত্যক্ষদর্শীকে আমরা খুঁজে পাইনি।" তবে ঠিক কীভাবে ওই মাংসের দোকানগুলোতে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জেলার পুলিশ-প্রধান নিশ্চিত করেছেন।

এদিকে, ভারতের উত্তরপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গরু পাচার ও কসাইখানা বন্ধে কঠোর নির্দেশ জারি করেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির আনন্দবাজার পত্রিকা। এতে বলা হয়, এদিন রাজ্যের সমস্ত অবৈধ কসাইখানা অবিলম্বে বন্ধ করার রূপরেখা চূড়ান্ত করতে রাজ্যের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর