২৩ মার্চ, ২০১৭ ০৯:২১

ছবিতে ব্রিটিশ পার্লামেন্টে 'সন্ত্রাসী হামলা'

অনলাইন ডেস্ক

ছবিতে ব্রিটিশ পার্লামেন্টে 'সন্ত্রাসী হামলা'

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গাড়ি ও ছুরি নিয়ে হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন।

এদিকে, ঘটনার পর এক বৈঠক শেষে লন্ডনে সন্ত্রাসী হামলাকে অসুস্থ ও বিকৃতি রুচি অভিহিত করে নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক হামলার বেশ কিছু বিরল ছবি। 

                                 ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। পাশে মেঝেতে দুটি ছুরি পড়ে আছে। 

 

                                 ব্রিটিশ পার্লামেন্টের সামনে সন্দেহজনক হামলাকারীকে ঘিরে রেখেছে পুলিশ।

 

                               লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজে গাড়ি হামলায় আহত এক ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে যান এক নারী।

                       ওয়েস্টমিনিস্টার ব্রিজে হামলার পর ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন ফরেনসিক তদন্তকারী দল। 

 

                      লন্ডনের ওয়েস্টমিনিস্টার ব্রিজের ওপর থেকে এক পুলিশ অফিসার একজন নারীকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন।

 

                       ওয়েস্টমিনিস্টার ব্রিজে আহত এক ব্যক্তিকে সহায়তায় এগিয়ে যান অন্য পথচারীরা।

সূত্র: রয়টার্স ও বিবিসি

বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর