শিরোনাম
২৩ মার্চ, ২০১৭ ১১:৫০

১৯৩১ সালের আজকের দিনে ফাঁসি হয় ভগৎ সিং, সুখদেব থাপা ও রাজগুরুর

অনলাইন ডেস্ক

১৯৩১ সালের আজকের দিনে ফাঁসি হয় ভগৎ সিং, সুখদেব থাপা ও  রাজগুরুর

দেশপ্রেমিক ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুর মতো স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে বৃহস্পতিবার ভারতজুড়ে পালিত হচ্ছে ৮৬তম শহীদ দিবস৷ ব্রিটিশ শাসনকে অগ্রাহ্য করে  ১৯৩১ সালের ২৩ মার্চ স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন তারা। 

রাজধানী দিল্লিসহ ভারতের একাদিক প্রান্তে বৃহস্পতিবার নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ, মোহম্মদ কাইফও শহিদদের স্মরণে টুইট করেছেন৷

২৩ মার্চকে শহীদ দিবস বা সর্বদয়া দিবস বলে ঘোষণা করেছে ভারতের কেন্দ্র সরকার৷ মহাত্মা গান্ধী খুন হওয়ার দিন ৩০ জানুয়ারিও ভারতে শহীদ দিবস হিসাবে পালিত হয়৷ 

শুধু ভারতেই নয়, পাকিস্তানের লাহোরেও মহাসমারহে পালিত হচ্ছে শহীদ দিবস৷ ১৯৩১ সালের ২৩ মার্চ লাহোর ষড়যন্ত্রে জড়িত থাকার অপরাধে সেখানেই ফাঁসিতে ঝোলানো হয় ভগৎ সিং, সুখদেব থাপার ও শিবরাম রাজগুরুকে৷

মাত্র ২৩ বছরে ভগৎ সিং শহীদ হন। কোটি কোটি ভারতীয় নাগরিকের চোখে ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুরা আজও জাতীয়তাবাদের প্রতিচ্ছবি৷

সূত্র : সংবাদ প্রতিদিন

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর