২৩ মার্চ, ২০১৭ ১২:১২

'২০১৯ এর লোকসভা ভোটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন মোদি'

অনলাইন ডেস্ক

'২০১৯ এর লোকসভা ভোটেও সংখ্যাগরিষ্ঠতা পাবেন মোদি'

সদস্য সংখ্যা, কার্যালয় ও নেটওয়ার্কের নিরিখে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল৷ সদ্য সমাপ্ত পাঁচ রাজ্যের ভোটে আশাতীত সাফল্য পেয়েছে ক্ষমতাসীন এই দলটি৷ যে দলের নেতা নরেন্দ্র মোদি৷ ২০১৯ সালের লোকসভা ভোটে মোদিই 'ফেভারিট'৷ চলতি হাওয়া বজায় থাকলে মোদিই আবারও ভারতের প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করবেন৷ বিশেষজ্ঞ মার্কিন অধ্যাপক ও গবেষকদের উদ্ধৃতি দিয়ে সংবাদ প্রতিদিন এ খবর প্রকাশ করেছে। 

আমেরিকান এন্টারপ্রাইস ইনস্টিটিউটের রেসিডেন্ট ফেলো সদানন্দ ধুমে জানিয়েছেন, ২০১৯ সালের আসন্ন্ লোকসভা ভোটে অভাবনীয় কিছু নেতিবাচক ঘটনা না ঘটলে মোদির প্রধানমন্ত্রিত্ব পাওয়া প্রায় নিশ্চিত৷ এক্ষেত্রে বিজেপি হয়তো আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে৷ 

আমেরিকার জর্জ টাউন ইউনিভার্সিটির অধ্যাপক ইরফান নুরউদ্দিন বলেছেন, প্রতিটি রাজ্যের জেলা ও বুথে দক্ষতার সঙ্গে প্রচারণা চালাচ্ছেন বিজেপি কর্মী ও সমর্থকরা৷ কে প্রার্থী তা তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়৷ কর্মীদের একটাই লক্ষ্য,  দলের পদ্ম প্রতীক নিয়ে দাঁড়ানো প্রার্থীকে জেতাতেই হবে৷ তাই বিরতিহীনভাবে তাদের প্রচার চলছে৷ সাম্প্রদায়িক ও মন্দির রাজনীতি থেকে বিজেপি এখন নিজেকে অনেকটা দূরে সরিয়ে নেয়ায় উদার, শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়ের এবং সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের একটা বড় অংশের ভোট পাচ্ছে৷ তাই আসন্ন লোকসভা ভোটে বিজেপি ও মোদির ফের ক্ষমতায় আসা প্রায় নিশ্চিত।

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর